ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বৃদ্ধাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
সিলেটে বৃদ্ধাকে কুপিয়ে জখম

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় আয়শা বেগম (৫৫) নামে এক বৃদ্ধাকে কুপয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ভরাউট গ্রামে এ ঘটনা ঘটে। আয়শা বেগম ওই গ্রামের মৃত আব্দুর রহিমের স্ত্রী।

 

ঘটনার পর প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন।  

হাসপাতালে অবস্থানরত আয়শা বেগমের ছেলে আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। কে বা কারা তার মাকে কুপিয়েছে বলতে পারছেন না।  

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, বৃদ্ধা আয়শা বেগমের মূল বাড়ি কানাইঘাট। স্বামী মারা যাওয়ার পর সামান্য জায়গা কিনে ভরাউট গ্রামে বাড়ি করেন। নিতান্তই গরীর এই বৃদ্ধার ভিটার দখল নিতে তাদের উচ্ছেদে জনৈক প্রতিবেশী চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এরই ধারাবাহিকতায় হামলার ঘটনা ঘটেছে কি না, খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।