ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
গাজীপুরে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৯

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া, বড়ইছুটি ও হিজলহাটি এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ ১৯ জন আহত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হাসপাতালে আহতরা চিকিৎসা নিচ্ছেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কবির কুমার সরকার জানান, বাড়ইপাড়া, বড়ইছুটি ও হিজলহাটি পাশাপাশি তিনটি এলাকায় কুকুরের কামড়ে শিশুসহ বিভিন্ন বয়সের ১৭জন আহত হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে বুধবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কুকুরের কামড়ে আহত হয়। পরে ওই ১৭জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে সাতজনের নাম জানা গেছে- শ্রীলাল (৮), সুরাইয়া (৫), সাথী (৮), মনি (১১), রুমা (৮), মেহেদী হাসান (১৮) ও হাসিফা (১৭)।

তিনি আরো জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ১৭জনকে কুকুরে কামড়ায়। এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে অব্যহতি করা হয়েছে। এছাড়া কুকুরে কামড়ে আহত আরো দু'জনকে শেখ ফজিলাতুন্নেছা কেপিজে মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানান।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।