ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু প্রকল্পের পিডির মেয়াদ বৃদ্ধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
পদ্মা সেতু প্রকল্পের পিডির মেয়াদ বৃদ্ধি

ঢাকা: পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলামের চুক্তির মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করেছে সরকার।

অবসরপ্রাপ্ত এই প্রকৌশলীর চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ৩ জানুয়ারি বা তার যোগ দেওয়ার তারিখ থেকে দুই বছরের জন্য বাড়ানো হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে এ তথ্য জানানো হয়েছে।



২০১৩ সালের ১ ডিসেম্বর চুক্তিতে পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পান শফিকুল ইসলাম। ২০১৫ সালের ২২ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।