ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে গ্যাসের চুলার আগুনে মা-ছেলে দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
মগবাজারে গ্যাসের চুলার আগুনে মা-ছেলে দগ্ধ

ঢাকা: রাজধানীর মগবাজারের নয়াটোলায় গ্যাসের চুলার আগুনে মা-ছেলে দগ্ধ হয়েছেন।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে নেওয়া হয়।

দগ্ধরা হলেন- রওশন আরা বেগম (৬৫) ও তার ছেলে আতিকুল ইসলাম (৩৫)। তারা নয়াটোলার একটি বাসায় থাকেন।

দগ্ধ আতিকুল বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তার মা রওশন আরা রান্না ঘরে গ্যাসের চুলা চালু করে তার ওপর ভেজা জামা-কাপড় শুকাতে দিচ্ছিলেন। এসময় তার পরনের কাপড়ে আগুন লেগে যায়। পরে তার চিৎকার শুনে পাশের রুম থেকে রান্না ঘরে গিয়ে তিনি আগুন নিভান। এতে তার হাত-পা পুড়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রওশনের দুই হাত, পা ও শরীরের কিছু অংশ এবং আতিকুলের দুই হাত ও পা দগ্ধ হয়েছে। তাদের বার্ণ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।