ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
নাটোরে ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

নাটোর: নাটোরে ৪৭৮ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫) সদস্যরা।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার তেলকুপি পাচানীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা বিষয়টি জানান।

আটকরা হলেন- সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার আক্কাস আলীর ছেলে দুখু মিয়া (২২), মৃত শফি উল্লাহ ছেলে আল আমিন (২২) ও তেলকুপি গ্রামের জহুরুল ইসলামের ছেলে রিপন (২৩)।

শিবলী মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তেলকুপি পাচানী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৭৮ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।