ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রংপুর: রংপুরে সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রংপুর-বদরগঞ্জ রোডের মমিনপুর চিলাখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শরিফুল বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় মোটরসাইকেলে করে রংপুর থেকে বদরগঞ্জে আসছিলেন শরিফুল। পথে চিলাখানা এলাকায় পৌঁছলে ইট বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শরিফুল মারা যান।  

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।