ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বদেশে ফিরে গেলেন প্রণব মুখার্জি

স্পেশাল করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
স্বদেশে ফিরে গেলেন প্রণব মুখার্জি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি

ঢাকা: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পাঁচ দিনের বাংলাদেশ সফর শেষে স্বদেশে ফেরত গেছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় তাকে বহনকারী জেট এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বিমানবন্দরে বিদায় জানান সাবেক এ বাঙালি রাষ্ট্রপতিকে।

গত ১৪ জানুয়ারি বিকেলে বাংলাদেশে আসার পর বেশ কিছু কর্মসূচিতে যোগ দেন প্রণব।  

১৫ জানুয়ারি তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাংলা একাডেমিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে। তার আগে সেদিন সকালে বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘর পরিদর্শন এবং গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন প্রণব।

পরদিন ১৬ জানুয়ারি চট্টগ্রামে যান তিনি। রাউজানে মাস্টারদা সূর্য সেনের বাড়ি পরিদর্শনের পর প্রণব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। সেখানে মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্মারক বক্তৃতায় অংশ নেন।

চট্টগ্রাম থেকে বুধবার (১৭ জানুয়ারি) ঢাকায় ফেরেন প্রণব। এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের নৈশভোজে যোগ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
কেজেড/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।