ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ঢাবি অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: দুই দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে মানববন্ধন করেন তারা। ১১ টা ৪৫ মিনিট থেকে তারা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ-মিছিল করছেন।

দাবিগুলো হলো ২০১৪-১৫ সেশনের ফলাফল জানুয়ারির মধ্যে প্রকাশ করা ও মার্চের মধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিন দেওয়া।

ঢাকা কলেজের ছাত্র নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমরা ইতোমধ্যে সেশনজটের মধ্যে পড়েছি।

সরকারি বাঙলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর বাংলানিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবি মানা না পর্যন্ত আমাদের অবরোধ চলবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।