ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পুরস্কৃত হলেন ৩১ আনসার-ভিডিপি সদস্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
গাইবান্ধায় পুরস্কৃত হলেন ৩১ আনসার-ভিডিপি সদস্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: আইনশৃঙ্খলা রক্ষা, বাল্যবিয়ে বন্ধ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদসহ বিভিন্ন ভালো কাজের জন্য গাইবান্ধার ৩১ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও কেরাম বোর্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গাইবান্ধা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা আনসার ও ভিডিপি সমাবেশে এসব পুরস্কার দেওয়া হয়।
 
এর আগে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. রোখসানা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের পরিচালক কাজী সাখাওয়াত হোসেন, গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. আব্দুস শুকুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক, গাইবান্ধা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট এফতেখারুল ইসলাম প্রমুখ।

পুরস্কারের মধ্যে রয়েছে ১৫টি বাইসাইকেল, ১৪টি সেলাই মেশিন ও দু’টি কেরাম বোর্ড।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।