ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২ কলেজছাত্র হত্যার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
২ কলেজছাত্র হত্যার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দুই কলেজছাত্র হত্যা মামালার আসামি রাজিব (বাংলানিউজ ফাইল ফটো)

ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে দুই কলেজছাত্র হত্যা মামলার অন্যতম আসামি রাজিব (২২) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দু’পক্ষের মাঝে কথা কাটাকাটির জের ধরেই এ জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে স্বীকারোক্তিতে জানিয়েছে এ আসামি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেন রাজিব।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য রাজিবকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছিলো। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আসামি রাজিব স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে বিকেলে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে ছুরিকাঘাতে নিহত দুই কলেজছাত্র আকাশ (২৩) ও সৌরভ (২২) হত্যা মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি রাজিবকে সোমবার (১৫ জানুয়ারি) রাতে জামালপুর জেলার ইসলামপুর উপজেলা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সাহাপাড়া এলাকা থেকে জোড়া খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।

গত ৬ জানুয়ারি সন্ধ্যায় হালুয়াঘাট উপজেলা সদরের সাহাপাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ঝগড়ার জেরে উত্তেজিত প্রতিপক্ষ আকাশ ও সৌরভকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে নিহত আকাশের বাবা অধ্যাপক মজিবুর রহমান বাদী হয়ে ৯ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি দায়ের করেন।

এ মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি নাহিদ (৩২), রাজিব ও অনিককে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮ 
এমএএএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।