ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে চোলাই মদসহ ৩ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ঈশ্বরদীতে চোলাই মদসহ ৩ মাদক বিক্রেতা আটক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ৩০ লিটার চোলাই মদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদপুর লোকোসেড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঈশ্বরদী পৌর এলাকার ফতেহ মোহাম্মদপুর মহল্লার আব্দুর রহমানের ছেলে আসলাম ইসলাম (৪০) ও একই মহল্লার হানিফ আলীর ছেলে আরমান আলী (৪৫)।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ফতেহ মোহাম্মদপুর লোকোসেড এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৯ জানুয়ারি) জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।