ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে ফেনসিডিলসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
আটোয়ারীতে ফেনসিডিলসহ আটক ২

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারীতে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে বালাপাড়া বিওপি টহল দল (বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া বিওপি টহল দল গুঞ্জরমারী বালাপাড়া সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার পাল্টাপাড়া গ্রামের জনৈক কাইম উদ্দীনের ছেলে গোলাম হোসেন দুলাল (৩২) ও একই এলাকার মানেক বর্মনের ছেলে অবিনাশ বর্মন (২০)।

বালাপাড়া বিওপি ক্যাম্পের কমান্ডার আ. বাতেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বালাপাড়া সড়কে বিজিবি অভিযান চালায়। এসময় একটি মোটরসাইকেল থামিয়ে দুলাল ও অবিনাশের শরীর তল্লাশি করে দুই বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।