ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত (ছবি: প্রতীকী)

ফরিদপুর: ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত ও একজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, সদর উপজেলার মল্লিকপুর গ্রামের ইউনুস তালুকদারের ছেলে রাসেল তালুকদার (২১) ও মহিউদ্দিন মন্ডলের ছেলে রিমন মন্ডল (১৮)।

 

নিহত রিমন ফরিদপুর মুসলিম মিশন কলেজের একাদশ শ্রেনির ছাত্র ও রাসেল কানাইপুরের এইচ অটো ব্রিকসের শ্রমিক।  

আর আহত রাব্বি সরদার (২০) ফরিদপুর ইয়াছিন কলেজের ছাত্র। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

করিমপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নিজামুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮ আপডেট: ০১২৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।