ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৮
ঠাকুরগাঁওয়ে দুই ইয়াবা ব্যবসায়ী আটক ঠাকুরগাঁওয়ে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং বাজারে রেল ঘুন্টির নামক এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।  

ডিবি সূত্রে জানা যায়, আটক দুই মাদক ব্যবসায়ী হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের ঘুড়ন গাছ গ্রামের আব্দুল মজিদের ছেলে মতিউর রহমান (২৭) ও একই ইউনিয়নের ঘোনি মহেশপুর গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আলাউদ্দিন (২৫)।

ডিবির সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এই দুই মাদক ব্যবসায়ী রুহিয়া থেকে মোটরসাইকেল যোগে এসে চিলারং বাজারের রেল ঘুন্টির সামনে অপেক্ষা করছিল। এ সময় তাদের ইয়াবাসহ আটক করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএম/এমএইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।