ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক গুরুদাসপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈর বাজারপাড়া এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ রুবেল সরকার (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত পৌনে আটটার দিকে গুরুদাসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রুবেল সরকার ওই এলাকার মিনহাজ সরকারের ছেলে।

র‌্যাব ৫-এর কোম্পানী কমান্ডার মেজর  শিবলী মোস্তফা রাতে বাংলানিউজকে জানান, রুবেল সরকার এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে রাত পৌনে আটটার দিকে ৩৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ চাঁচকৈর বাজার পাড়া এলাকা থেকে আটক করা হয়।  

পরে গুরুদাসপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ০৭০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
এসএম/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।