ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় দিনমজুর নিহত

দিনাজপুর: দিনাজপুরের নবাবগঞ্জে গরুবাহী ট্রাকের সঙ্গে খড়ি বোঝাই ট্রাক্টরের সংঘর্ষে মো. শবিরুল ইসলাম (৩০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রত্নাদিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

শবিরুল ইসলাম ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ি গ্রামের কাদের মিস্ত্রির ছেলে।

তিনি ট্রাক্টরে লাকরি লোড-আনলোডের কাজ করতেন।  

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত পাল বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।