ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
মধুপুরে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর (টাঙ্গাইল): চাকরি জাতীয়করণের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করেছেন।

সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তারা কর্মবিরতি রেখে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সংসদের দাবি বাস্তবায়ন কমিটির কর্মসূচির অংশ হিসেবে মধুপুর শাখা ওই কর্মসূচি পালন করেছে।

সংগঠনের মধুপুর শাখার সভাপতি আহসান হাবিব বলেন, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে ১৭ জানুয়ারি সভা করে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। সে অনুযায়ী স্থানীয় সংসদ সদস্য ড. আব্দুর রাজ্জাকের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি।

তিনি আরো বলেন, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। পরে রাজধানীতে আমরা কর্মসূচি পালন করবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- সিএইচসিপি’র কর্মী ইসতিয়াক, আরিফ, হাসিবুর, লুৎফর, আইয়ুব, শুক্লা আতোয়ারি, শাপলা নকরেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।