ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গোয়ালন্দে ধরা পড়লো ১৫ কেজির বোয়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
গোয়ালন্দে ধরা পড়লো ১৫ কেজির বোয়াল গোয়ালন্দে ধরা পড়লো ১৫ কেজির বোয়াল

রাজবাড়ী: দৌলতদিয়া-পাটুরিয়ার মাঝামাঝি এলাকায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৫ কেজি ও ছয় কেজির দু’টি বোয়াল মাছ।

সোমবার (২২ জানুয়ারি) ভোরে তাপস হালদারের জালে মাছ দু’টি ধরা পড়ে। তিনি দৌলতদিয়া ঘাটে এনে চান্দু মোল্লা নামে এক মাছ ব্যবসায়ীর কাছে মাছ দু’টি বিক্রি করেন।

 

চান্দু মোল্লা বাংলানিউজকে বলেন, তাপসের কাছ থেকে আমি বড় মাছটি এক হাজার ৫৫০ টাকা ও ছোটটি এক হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেছিলাম। মাছ দু’টি কেনার পর ঢাকায় আমার এক নিয়মিত কাস্টমারের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করেছি। আমি বড় মাছটি এক হাজার ৬০০ ও ছোটটি এক হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। আমার ছোট ভাই মাছ দু’টি নিয়ে ঢাকায় পৌঁছে দিয়ে এসেছে।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।