ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুবি-নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
খুবি-নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সরস্বতী পূজা/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে খুবি ক্যাম্পাসের মন্দির প্রাঙ্গণে পূজা অর্চনা অনুষ্ঠিত হয়।

সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক পুনম চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

এ সময় মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, প্রত্যেক ধর্মেই জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। আমাদের সবার প্রধান আরধ্য হওয়া উচিত আদর্শ মানুষ হওয়ার লক্ষ্যে জ্ঞান সাধনা করা। সত্য সুন্দর ন্যায় ও কল্যাণের জন্যই আমরা যেনো কাজ করতে পারি। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত আমরা শিক্ষিত হবো, মানুষ হবো।

এর আগে, সরস্বতী পূজা উপলক্ষে মুদ্রিত স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম রফিজুল হক, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. আশীষ কুমার দাসসহ সরস্বতী পূজা উদযাপন কমিটির সদস্যরা ও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

এদিকে সকালে সরস্বতী পূজা উপলক্ষে প্রতিমা বেদীতে অঞ্জলি দেওয়া এবং পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়া খুলনা নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সরস্বতী পূজায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. তারাপদ ভৌমিক।

এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য পবিত্র কুমার সরকার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান মো. রউফ বিশ্বাস এবং শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা।

তারাপদ ভৌমিক বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক-বিদ্যা, বানী ও সুরের অধিষ্ঠাত্রী। দেবী সরস্বতী পূজার্চনা উপলক্ষে সবাইকে জ্ঞানার্জনে ব্রতী হয়ে সুন্দর ভবিষ্যত গঠনের আহ্বান জানান এবং পূজায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জুনিয়র অফিসার পলাশ মন্ডল। পূজা পরিচালনা করেন অবনি চক্রবর্তি। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।