ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
হাজীগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ স্কুলছাত্রী জোসনা বেগম

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজের দুইদিন পরও জোসনা বেগম (১৪) নামে এক স্কুলছাত্রীকে খোঁজে পাওয়া যাচ্ছে না। শনিবার (২০ জানুয়ারি) সে স্কুলে গিয়ে আর বাড়ি ফেরেনি।

জানা গেছে, জোসনা হাজীগঞ্জ উপজেলার বাকিলা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের মনগাজী বাড়ির নুরুল ইসলামের মেয়ে।

সে শনিবার সকাল সোয়া ৮টার দিকে ভর্তির জন্য স্কুলে যায়। এরপর সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে রোববার (২১ জানুয়ারি) তার মা লাকি বেগম হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন।

লাকি বেগম বাংলানিউজকে বলেন, জোসনা নেভি ব্লু  ও সাদা রঙের স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে আর ফিরে আসেনি। তার কাছে কোনো মোবাইল ফোনও নেই। তার মুখমণ্ডল গোলাকার, হালকা-পাতলা শরীর, মুখে হালকা দাগ, উচ্চতা প্রায় সাড়ে তিন ফুট এবং গায়ের রং শ্যামলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাংলানিউজকে বলেন, মেয়েটি নিখোঁজের খবর তার অভিভাবক থেকে জেনেছি। আমি ব্যস্ত থাকায় সম্ভ্যাব্য খবর নিতে পারিনি। তবে ২০ জানুয়ারি স্কুলের হাজিরা খাতায় মেয়েটির স্বাক্ষর নেই।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুদ্দিন আহম্মেদ বাংলানিউজকে বলেন, আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা হাসপাতাল, মেয়েটির সহপাঠীসহ সম্ভাব্য সকলস্থানে খোঁজ নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।