ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে ৪ জে‌লে‌ অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
সুন্দরব‌নে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে ৪ জে‌লে‌ অপহরণ

সাতক্ষীরা: সুন্দরব‌নে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে চার জে‌লে‌কে অপহরণ করা হয়েছে।

‌সোমবার (২২ জানুয়া‌রি) ভো‌রে সুন্দরবন সাতক্ষীরা রে‌ঞ্জের আগুন জ্বালা খালে মাছ ধরার সময় তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপ‌জেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের জবেদ শেখের ছেলে শেখ মোত্তালেব (৪০), মজিদ কাগুচির ছেলে আহম্মদ কাগুচি (৪০), সাপখালী গ্রামের গোলাম গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৫) ও পূর্ব কৈখালী গ্রামের ছগলু গাজীর ছেলে আব্দুর রহমান (৩২)।

অপহৃত জেলেদের বরাত দিয়ে ফিরে আসা জেলে শফিকুল বাংলানিউজকে বলেন, গত ১৩ জানুয়ারি কৈখালী ফ‌রেস্ট স্টেশন থে‌কে ৭০নং পাশ নিয়ে সুন্দরবনে মাছ ধর‌তে যান তারা। সোমবার ভোরে আগুন জ্বালা খালে মাছ ধরার সময় ডন বাহিনীর সদস্যরা চার লাখ টাকা মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে তার চার সহকর্মীকে তু‌লে নি‌য়ে যান।

কৈখালী স্টেশন কর্মকতা মিঠু তালুকদার বাংলা‌নিউজ‌কে বলেন, জেলে অপহর‌ণের কথা শুনেছি। কিন্তু কেউ এখ‌নো অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।