ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইতিহাসের এই দিনে

নায়করাজ রাজ্জাকের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৮
নায়করাজ রাজ্জাকের জন্ম নায়ক রাজ্জাক

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৩ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার। ১০ মাঘ, ১৪২৪ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৯৫০ – ইসরাইলের পার্লামেন্ট নেসেট জেরুজালেমকে দেশটির রাজধানী ঘোষণা করে।
•    ১৯৬৭ - সাবেক সোভিয়েত ইউনিয়ন ও আইভরি কোস্টের মধ্যেকার কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
•    ১৯৯৭ - যুক্তরাষ্ট্রের প্রথম নারী হিসেবে মেডেলিন অলব্রাইট পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
•    ২০০২ - পাকিস্তানের করাচিতে সাংবাদিক ড্যানিয়েল পার্ল অপহৃত হন এবং পরে নিহত হন।

জন্ম
•    ১৮২৩ - প্যারীচরণ সরকার, শিক্ষাবিদ, সমাজসংস্কারক এবং উনিশ শতকের বাংলা পাঠ্যপুস্তক রচয়িতা।
•    ১৮৬২ - ডেভিড হিলবার্ট, জার্মান গণিতবিদ।
•    ১৮৯৭ - নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ও আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক।
•    ১৮৯৮ - সের্গে আইজেনস্টাইন, সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
•    ১৯৪২ - রাজ্জাক, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক। তিনি নায়করাজ রাজ্জাক নামে সুপরিচিত। তিনি ১৯৪২ সালের ২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কোলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয়। ১৯৬৬ সালে ‘ফেকু ওস্তাগার লেন’ চলচ্চিত্রে একটি ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বাংলাদেশি চলচ্চিত্রে রাজ্জাকের অভিষেক ঘটে। তিনি জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। সত্তরের দশকে তাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রধান অভিনেতা হিসেবে বিবেচনা করা হত। ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ সালে সংস্কৃতিতে বিশেষ ভূমিকা রাখার জন্য তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে বাংলাদেশ সরকার। ২০১৭ সালের ২১ আগস্ট ৭৫ বছর বয়সে রাজ্জাক ঢাকায় মৃত্যুবরণ করেন।
•    ১৯৪৭ - মেঘবতী সুকর্ণপুত্রি, ইন্দোনেশিয়ার পঞ্চম প্রেসিডেন্ট।
•    ১৯৫২ - ওমর হেনরি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
•    ১৯৭১ - অ্যাডাম প্যারোরে, নিউজিল্যান্ডের উইকেটরক্ষক (ক্রিকেট)।
•    ১৯৭৭ - কমল হির, পাঞ্জাবি সংগীতশিল্পী।

মৃত্যু
•    ১৯০৯ - নবীনচন্দ্র সেন, বাংলাদেশি কবি।
•    ১৯৫৮ - এডনা পারভায়েন্স, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। পরাবাস্তববাদী চিত্রশিল্পী হিসেবে তিনি বিখ্যাত।
•    ১৯৮৯ - সালভাদর দালি, স্প্যানিশ চিত্রকর।
•    ২০১২ - অমল বোস, বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এনএইচটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।