ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেফতার ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
রাজধানীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই ও চালক খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানহর গোযেন্দা পুলিশের (ডিবি পশ্চিম) একটি টিম।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইকালে চালককে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এসজেএ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।