ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
রাজবাড়ীতে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলায় মো. বজলু শেখ
(৪৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে ঢাকার সাভারের আকরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বজলু শেখ বালিয়াকান্দি উপজেলার ভাতছালা গ্রামের মৃত তিজারত শেখের ছেলে।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২ নম্বর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে জানান, ২০১৭ সালের ১১ অক্টোবর তার বাড়ির পার্শ্ববর্তী এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করেন বজলু শেখ। এ ঘটনায় ওই নারীর ভাই ১৩ অক্টোবর বালিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকার সাভারের আকরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) অঙ্কুর কুমার ভট্রাচার্য্য বাংলানিউজকে জানান, বজলু শেখকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্ট, জানুয়ারি ২৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।