ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
আশুলিয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে ২ এএসআই প্রত্যাহার

আশুলিয়া, ঢাকা: ঘুষ নেওয়ার অভিযোগে আশুলিয়া থানার দুই সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।

অভিযুক্তরা হলেন- এএসআই নান্টু কৃষ্ণ মজুমদার ও এএসআই রওশন আলী। তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ জানুয়ারি) দিনগত রাতে আশুলিয়ার বারইপাড়া এলাকা থেকে ভাড়া করা হাইজ মাইক্রোবাস করে মাহবুবু নামে এক ব্যক্তিকে আটক করে ঘুষ দাবি করেন অভিযুক্ত এএসআইরা।

পরে আটক ব্যক্তির স্ত্রী বিষয়টি থানায় অবহিত করলে পুলিশের আরেকটি দল তাদের থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে সত্যতা প্রমাণ পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয়।

এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সোর্স রাছেল নামে একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।