ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৮
দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দিনাজপুর: দিনাজপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ও রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরামপুর উপজেলার কলেজ বাজার এলাকায় আরোহী নুর আলম (৪০) ও বিরল উপজেলার ভেরাডাঙ্গী এলাকায় আবু রায়হান (১২)।

নিহত নুর আলম বিরামপুর উপজেলার জোদ মাধব গ্রামের আবুল কালামের ছেলে ও সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য এবং আবু রায়হান বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের বরাহ নগর গ্রামের মানিক হোসেনের ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকলেছুর রহমান বাংলানিউজকে জানান, বিরামপুর বাজার থেকে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নুর আলম। এ সময় বিরামপুর কলেজ বাজার এলাকায় পৌঁছলে দিনাজপুর থেকে ঘোড়াঘাটগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
  
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাইসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে রায়হানকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমএসএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।