ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ছিনতাইকারীসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ঈশ্বরদীতে ছিনতাইকারীসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার গ্রেফতার হওয়া চার আসামি

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারীসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র, ২০ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।

 

গ্রেফতার হলেন- ঈশ্বরদী পৌর এলাকার মশুড়িয়াপাড়া এলাকার মৃত মনির হোসেনের ছেলে কাওছার আহম্মেদ (৩১), ফেরদৌস কলোনি মহল্লার নুর হোসেন কালিয়ার ছেলে ছোটন বাদশা (২২), আমবাগান এলাকার শাহ আলমের ছেলে রাজিব আলম (২৩), পূর্ব টেংরী কদমতলা এলাকার আশরাফুল ইসলামের ছেলে রাফি (৩০)।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে বলেন, গ্রেফতার হওয়া আসামিরা দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই, মাদক সেবন ও বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো অস্ত্র, ২০ পিস ইয়াবা, ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, তারা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা রয়েছে।  

১৯৯০ সালের মাদকদ্রব্য আইনে ১৯(১) ৭ এর (ক) ধারায় মামলা নথিভুক্ত করে বুধবার সকালে পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।