ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

জীবননগরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জীবননগরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত জীবননগরে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ইমান আলী নামে (২৮) এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় ডাকাতদলের কাছ থেকে একটি এলজি শুটারগান, চারটি হাতবোমা, পাঁচটি চাপাতি ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়ক এলাকায় এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

নিহত ইমান আলী চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁনপুর গ্রামের ফকর উদ্দীন ব্যাপারির ছেলে।

পুলিশ জানায়, জীবননগর উপজেলার সন্তোষপুর-দেহাটি সড়কে ইমান আলীসহ ১৪/১৫ জন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। ওই এলাকায় পুলিশ নিয়মিত টহলে যান।

এ সময় ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। গুলিবিদ্ধ হয়ে একপর্যায়ে ডাকাতদল পিছু হটতে বাধ্য হয়।

এরপর ডাকাতদলে অন্য সদস্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ডাকাত ইমানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আহসান হাবীব বাংলানিউজকে জানান, আন্তঃজেলা ডাকাতদলের চিহ্নিত সদস্য ইমানর বিরুদ্ধে অস্ত্র, বোমা ও ডাকাতির তিনটি মামলা রয়েছে। এছাড়া সম্প্রতি জেলায় যতগুলো ডাকাতি কর্মকাণ্ড হয়েছে তার অধিকাংশর সঙ্গে তিনি জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।