ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বিরামপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বিরামপুরে হেরোইন-ইয়াবাসহ ৩ বিক্রেতা আটক

দিনাজপুর: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কৃষ্টচাঁদপুর নতুনপাড়ায় ১১২ পুড়িয়া হেরোইন, ২৬ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৯৪১ টাকাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১৩-এর সদস্যরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- উপজেলার কৃষ্টচাঁদপুর এলাকার মো. সেলিমের স্ত্রী মোছা. মাহফুজা বেগম (৩২), একই এলাকার হাফিজুল ইসলামের ছেলে রহিত মণ্ডল (২১) ও একই উপজেলার দেবীপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ওমর আলী (৪৫)।


 
র‍্যাব -১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।