ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীর মুখে ব্লেডের পোঁচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
প্রেমে রাজি না হওয়ায় কলেজছাত্রীর মুখে ব্লেডের পোঁচ

মাদারীপুর: মাদারীপুরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাসায় ঢুকে এক কলেজছাত্রীর মুখমণ্ডলে ব্লেডের পোঁচ দিয়ে জখম করেছে শাওন নামে এক বখাটে যুবক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের চৌরাস্তা নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রাতেই মাদারীপুর সদর থানায় মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, শহরের রকেটবিড়ি এলাকার আনু খানের ছেলে শাওন বেশ কিছুদিন ধরে ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় কৌশলে ওই শিক্ষার্থীর বাসায় ঢুকে ব্লেড দিয়ে মুখমণ্ডলে পোঁচ দিয়ে পালিয়ে যায় শাওন। পরে শিক্ষার্থীকে আহত অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে সদর মডেল থানা পুলিশ।

পাশাপাশি বখাটে শাওনকে ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং বখাটে শাওনকে ধরতে ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।