ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
চারঘাটে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চামটা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ওই গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে সাইদুর রহমান (৬০) ও তার স্ত্রী মতিয়া বেগম (৫০)।

 

র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল আলম বাংলানিউজকে জানান, মাদক মজুত রাখার গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ওই গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় বাড়িতে তল্লাশি করে ৯ হাজার ৮শ’ পিস ইয়াবাসহ নগদ ৩২ হাজার টাকা জব্দ করা হয়েছে।

আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট থানায় মামলা হবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।