ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশন জ্যাকব টাওয়ার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
চরফ্যাশন জ্যাকব টাওয়ার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি জ্যাকব টাওয়ার উদ্বোধন শেষে রাষ্ট্রপতি

ভোলা: ভোলার চরফ্যাশনে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বাধুনিক সুউচ্চ জ্যাকব ওয়াচ টাওয়ার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ২টায় তিনি এ টাওয়ারের উদ্বোধন করেন।

এর আগে ফ্যাশন স্কয়ারে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। এছাড়াও অধ্যক্ষ নজরুল ইসলাম ডিগ্রি কলেজ, বেগম রহিমা ইসলাম ডিগ্রি কলেজ, নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ ও রসুলপুর-এওয়াজপুর মৈত্রী সেতুর উদ্বোধন করেন তিনি।

বিকেলে টিবি স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে রাষ্ট্রপতির।
 
তার সফর সঙ্গী হিসেবে রয়েছে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকতারা।
 
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুকরি-মুকরিতে তিনি ইকোপার্ক উদ্বোধন করবেন।

এদিকে ২২৫ ফুট উঁচু ও ১৮ তলা বিশিষ্ট জ্যাকব টাওয়ারটি উদ্বোধনের মধ্য দিয়ে দেশের পর্যটন বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি চরফ্যাশনকে সারাদেশের সঙ্গে পরিচিত করে তুলবে বলে মনে করছেন এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ২৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।