ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে ভেজাল প্রসাধনীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
কামরাঙ্গীরচরে ভেজাল প্রসাধনীসহ আটক ২

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ভেজাল প্রসাধনীসহ দুজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

তারা হলেন- মফিজুল ইসলাম ওরফে মোফেজ ও মো. সাইফ মাহমুদুল ওরফে বিল্লাল।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোড়ে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য।

তিনি বলেন, মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে কামরাঙ্গীরচর এলাকায় অভিয়ান চালিয়ে ভেজাল প্রশাধনী তৈরি চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮৫টি সেভিংফোম, ৩৮৪টি স্ক্রাব, ৩৫টি ক্যাস্টর ওয়েল, ৩৫টি ক্লিন্সার মিল্ক, ২০টি ফাইন বডি লোশন, ৪১২টি ফেয়ারনেস স্পেশাল কেয়ার ক্রিম, ১০০টি কিউকুম্বার ফেস ওয়াশ, ১০০টি হার্বাল কিউকুম্বার প্যাক, ৫০টি নেইল পলিশ রিমুভার ক্রিমসহ আনুমানিক দুই লাখ ২০ হাজার ৪’শ টাকা মূল্যের ভেজাল প্রসাধনী উদ্ধার করা হয়।

প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবত উৎপাদনকৃত ভেজাল প্রসাধনী রাজধানীসহ দেশের বিভিন্ন মার্কেটে বিক্রি করে আসছে বলেও জানান দেবদাস ভট্টাচার্য।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।