ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদকদ্রব্যসহ ৭ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বরিশালে মাদকদ্রব্যসহ ৭ মাদক বিক্রেতা আটক আটক মাদক বিক্রেতারা

বরিশাল: বরিশালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃধক অভিযানে ৮৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে বরিশাল র‌্যাব-৮ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের বরিশাল সিপিএসসি ক্যাম্পের সদস্যরা গৌরনদী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে দক্ষিণ রামসিদ্ধি এলাকার মৃত আয়ুব আলী মৃধার ছেলে আব্দুল মান্নান মৃধাকে (৩৩) আটক করে।

এ সময় তার কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা ও ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

এরআগে অপর একটি অভিযানে র‌্যাবের বরিশাল সিপিএসসি ক্যাম্পের সদস্যরা ঝালকাঠির কাঠালিয়া থানাধীন আওরাবুনিয়া ইউনিয়নে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বরগুনা জেলার বেতাগী থানাধীন বিবিচিনি এলাকার নাছির হাওলাদার (২৫), মনির হোসেন (২৯) ও শফিকুল ইসলামতকে (১৯) ১৯৯ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি'র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে বুধবার সকালে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেনের নেতৃত্বে নগরের ভাটিখানা এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে বরিশাল নগরের ভাটিখানা এলাকার মৃত নয়ন খাঁনের ছেলে ইব্রাহিম খান জিতু (১৮), বেলতলা এলাকার মো. শামসুল হক মোল্লার ছেলে জুনায়েদ আল মামুন (২৬) ও উজিরপুরের ধামুরা এলাকার মো. কাঞ্চন মোল্লার ছেলে রাইসুল ইসলাম রানা মোল্লাকে (২৫) ৫০০ পিস ইয়াব ট্যাবলেটসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়া‌রি ২৪, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।