ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
চুয়াডাঙ্গায় তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় এই প্রথম মাসব্যাপী তাঁত, হস্তশিল্প ও বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে শহরের টাউন ফুটবল মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মাহবুবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক প্রমুখ।

দেশীয় তাঁতের পণ্য ও হাতে তৈরি বিভিন্ন দ্রব্যের উৎপাদন এবং বাজারজাত প্রক্রিয়াকে প্রসারিত করেতেই মূলত এ ধরণের আয়োজন করেছে গণ চেতনা ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

মেলায় ৮১টি স্টলের মধ্যে তাঁত, হস্তশিল্প ও বস্ত্রের স্টলের পাশাপাশি শিশুদের খেলনা, বিনোদন ও খাবারের দোকানও স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।