ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সংসদে সুশীলদের সমালোচনায় প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
সংসদে সুশীলদের সমালোচনায় প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সংসদ ভবন থেকে: সুশীল সমাজের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি না সুশীলের ব্যাখাটা কী? অর্থ কী বা কোন তত্ত্বের ভিত্তিতে তারা সুশীল; সেটা তখন দেখা দেয় যখন তারা কোন কিছু দেখেনও না শোনেনও না, বোঝেনও না। তারা সুশীল না অসুশীল তা আমি জানি না।

বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের দেশের জন্য দুর্ভাগ্য, কিছু লোক আছে চোখে দেখেও দেখে না, কানেও শোনে না।

যারা চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির তারা সরকারের কোনো উন্নয়নই দেখতে পায় না। গানেই তো আছে, ‘হায়রে কপাল মন্দ/ চোখ থাকিতে অন্ধ’। তাদের ব্যাপারে কোনো কথা বলে লাভ নেই। আমাদের লক্ষ্য একটাই মানুষ ভালো আছে কি না?

প্রধানমন্ত্রী আরো বলেন, একটা শ্রেণী আছে তাদের খুব আকাঙ্ক্ষা ক্ষমতায় যাবার। তাদের আকাঙ্ক্ষা একটা পতাকা পাবার তবে তারা জনগণের কাছে যেতে চান না। কেননা ভোটের রাজনীতিতে তারা অচল। ভোটের রাজনীতি করতে হলে জনগণের ভোট পেতে হয়, জনগণের কাছে দাঁড়াতে হয়, ভোট ভিক্ষা চাইতে হয় এবং ভোট পেয়ে নির্বাচিত প্রতিনিধি হয়ে সংসদে বসতে হয়। যদি আমরা গণতান্ত্রিক ধারা অনুসরণ করতে চাই, গণতন্ত্রকে আমরা গুরুত্ব দেই, গণতান্ত্রিক বিধি-ব্যবস্থায় বিশ্বাস করি, তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে। একটা শ্রেণী আছে তারা জনগণের কাছে যেতে চায় না। তারা বাঁকা পথ খোঁজে। কারণ ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতার হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হয়, ষড়যন্ত্রের রাজনীতির শুরু হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা তাদের ক্ষমতা কুক্ষিতগত করতে কিছু লোক খুঁজে নেয় এবং কিছু মানুষ থাকে নিজেদের এই ধরনের অশুভ শক্তির কাছে অর্থের বিনিময়ে বিক্রি করে দিতে প্রস্তুত। যেমন রাস্তার পাশে লেখা থাকে ‘ইউজ মি’, তারা রাজনীতির ক্ষেত্রে বা ক্ষমতার ক্ষেত্রে ওরকম বুকে একটা সাইনবোর্ড লাগিয়ে বসে থাকে।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।