ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
গাজীপুরে ৪ প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা 

গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে গাজীপুরে চার প্রতিষ্ঠানকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন পরিবেশ অধিদপ্তর। 

বুধবার (২৪ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) এ জরিমানা করেন। বিকেলে অধিদপ্তর থেকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ব্যতীত কারখানা পরিচালনা করে দূষিত তরল বর্জ্য পরিবেশে নির্গমন করে ক্ষতিসাধন করায় ওই চার প্রতিষ্ঠানকে ৮ লাখ ৭১ হাজার ২১৬ টাকা জরিমানা করা হয়েছে।  

প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ফেংলেং টেকনোলজি লিমিটেডকে ৩ লাখ, উত্তরা নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডকে ৩ লাখ, সাউথ ড্রাগন ডাইং অ্যান্ড ওয়াশিং লিমিটেডকে ২ লাখ ১ হাজার ২১৬ টাকা ও একটি কয়লা তৈরির ভাটা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।