ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চলতি বছরেই যুগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তৈরি হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
চলতি বছরেই যুগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তৈরি হবে

রাজবাড়ী: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সঞ্জয় কুমার চৌধুরী বলেছেন, চলতি বছরের মধ্যেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করে  যুগোপযোগী নতুন আইন তৈরি করা হবে।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনটি হচ্ছে ২৭ বছর আগের ১৯৯০ সনের।

ওইসময় ইয়াবা ছিলো না। এ কারণে ওই আইনে ইয়াবার কথা লেখা নেই। এজন্য কারো কাছে ইয়াবা পাওয়া গেলে তারা জামিন পেয়ে যায়। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের জন্য গত দুই মাস ধরে দিনরাত পরিশ্রম করে চলেছি। এ বছরের মধ্যেই বিষয়টি সংসদ সদস্যদের মাধ্যমে সংসদে উত্থাপন করে একটি যুগোপযোগী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তৈরি করা হবে। যেখানে মাদকের সর্বোচ্চ শাস্তি থাকবে মৃত্যুদণ্ড।

সঞ্জয় কুমার চৌধুরী বলেন, নতুন আইন তৈরির জন্য আমরা প্রথমেই গুরুত্ব দিয়েছি ইয়াবার দিকে। কারো কাছে যদি এক পিস ইয়াবাও পাওয়া যায় তার ১০ বছরের জেল হবে। কারো কাছে যদি মদ পাওয়া যায় সেটি পুলিশ বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সদস্যদের প্রমাণ করতে হবে না, যার কাছে পাওয়া যাবে তার নিজেকেই নিজের নির্দোষ প্রমাণ করতে হবে।

জেলা প্রশাসক মো. শওকত আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা সিভিল সার্জান মো. রহিম বকস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আছাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নুরমহল আশরাফী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।