ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনার ৬ পাটকলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
খুলনার ৬ পাটকলের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে পাটকল শ্রমিক নেতাদের নিয়ে বৈঠক/ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার রাষ্ট্রায়ত্ত ৬টি পাটকলের শ্রমিকেকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। প্রায় এক মাস পর মজুরি দেওয়ার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করলেন।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে পাটকল শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।  

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকেরা আবার কাজে যোগ দেবেন।

রোববার তাদের আংশিক মজুরি দেওয়া হবে। দীর্ঘ আলোচনা শেষে পাটকলগুলোর প্রকল্প প্রধানরা রোববার মজুরি পরিশোধের আশ্বাস দেন।

তারা জানান, রোববার (২১ জানুয়ারি) ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলে তিন সপ্তাহ, আলিম জুট মিলে ১ সপ্তাহ এবং স্টার, ইস্টার্ন ও জেজেআই জুট মিলে ২ সপ্তাহের বকেয়া মজুরি দেওয়া হবে। পর্যায়ক্রমে বকেয়া সব মজুরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে পাটকল শ্রমিক নেতারা কর্মবিরতি প্রত্যাহারে রাজি হন।

শ্রমিক নেতারা জানান, বৈঠকে তারা সাম্প্রতিক আন্দোলন নিয়ে কোনো শ্রমিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের বা কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার দাবি জানান। মিল কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়।  

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের কার্যকরী আহ্বায়ক খলিলুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শ্রমিকেরা কাজে যোগ দেবেন।

বৈঠকে খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, বিজেএমসি আঞ্চলিক সমন্বয়কারী গাজী শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যুগ্ম শ্রম পরিচালক, ৬টি পাটকলের প্রকল্প প্রধান এবং সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

বকেয়া মজুরি পরিশোধের দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম, দৌলতপুর, খালিশপুর ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে আংশিক মজুরি পাওয়ায় দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৩২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।