ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফেব্রুয়ারিতে আকাশে উড়বে আমাদের নিজস্ব স্যাটেলাইট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ফেব্রুয়ারিতে আকাশে উড়বে আমাদের নিজস্ব স্যাটেলাইট অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি

কিশোরগঞ্জ: অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই আকাশে উড়বে আমাদের নিজস্ব স্যাটেলাইট, যা ঘুরবে সারাবিশ্ব। আর সেই স্যাটেলাইট পরিচালনার সুযোগ পাবে দেশের শিক্ষার্থীরা।

পাবনার যে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে, তা বিশ্বের অনেক দেশ তৈরি করার কল্পনাও করতে পারে না, সেখানে বাংলাদেশে তা হচ্ছে। আর এ প্রকল্প পরিচালনা করবে বাংলাদেশের এ প্রজন্মের শিক্ষার্থীরাই, যোগ করেন প্রতিমন্ত্রী।

 

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

প্রতিমন্ত্রী আরো বলেন, এরই মধ্যে সারাদেশের ৮৫ ভাগ মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। শতভাগ কাজ বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার মাত্র। মেধা ও পরিশ্রম দিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের আরো মনোযোগী হতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস প্রমুখ।

এর আগে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।