ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

স্কুল ছাত্র জিসান হত্যায় আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
স্কুল ছাত্র জিসান হত্যায় আটক ২

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় স্কুল ছাত্র জিসানকে (১৩) অপহরণ করে খুনের ঘটনায় পরিকল্পনাকারীসহ দু’জনকে আটক করেছে র‌্যাব-৩। আটককৃতরা হলেন- মো. শাহীন (১৯) ও শরীফুল ইসলাম (২২)।

বুধবার (২৪ জানুয়ারি) খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে প্রথমে শরীফুলকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে পরিকল্পনাকারী শাহীনকে আটক করা হয়।


 
র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে জানান, আটক দু’জনই প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে। মুক্তিপণের টাকা না দেওয়ায় তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।