ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে ৫৬ প্রতিষ্ঠানে টাকা ও সোলার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
নীলফামারীতে ৫৬ প্রতিষ্ঠানে টাকা ও সোলার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় ৫৬টি প্রতিষ্ঠানের মাঝে টেস্ট রিলিফের (টিআর) নগদ টাকা ও সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে এসব বিতরণ করেন প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মফিজ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ও বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান বাংলানিউজকে বলেন, ২০১৭-১৮ অর্থ বছরে সংসদ সদস্যের অনুকূলে বরাদ্দ গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণের ‘টেস্ট রিলিফ’ ২২ লাখ ৬৯ হাজার টাকা উপজেলার ৫৬টি প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।