ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বগুড়ায় পুলিশের ওপর হামলার অভিযোগে আটক ৫

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় পুলিশের ওপর হামলার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সংবাদ লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার চান্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাত ৮টার দিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটক পাঁচজন হলেন- উপজেলার চান্দারপাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে আমিনুল ইসলাম (৪৯), আতাহার আলীর ছেলে আসাদুল সরকার (২৫), মোকলেসুর রহমানের ছেলে ওবায়দুল হক সরকার (৩২), হারুনর রশিদের ছেলে আলমগীর হোসেন (২৫) ও ইশাহাক উদ্দিনের ছেলে নান্নু সরকার (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় ২০ বিঘা জমি নিয়ে উপজেলার চান্দারপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আজহার উদ্দিনের সঙ্গে একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শাহীন আলমের বিরোধ চলে আসছিলো। মামলাজনিত কারণে ওই জমি অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে।
 
বিবাদমান সেই জমি শাহীন আলম ও তার লোকজন দখলে নেওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় শাহীন আলমসহ ২০ জনকে অভিযুক্ত করে প্রতিপক্ষের আজাহার উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।  
 
মঙ্গলবার (২৩ জানুয়ারি) উভয়পক্ষকে থানায় ডাকে পুলিশ। থানায় বসে উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চালানো হয়। কিন্তু তাতে পুলিশ ব্যর্থ হয়। এ অবস্থায় আদালতে থাকা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে বিবাদমান জমি চাষ করতে বারণ করে দেয় পুলিশ। কিন্তু শাহীন আলম ও তার লোকজন পুলিশের সেই নির্দেশনা উপেক্ষা করে।
 
বুধবার সকালের দিকে শাহীন আলম ও তার লোকজন বিবাদমান ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় শাহীন আলম ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়।
 
বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
এমবিএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।