ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
বরিশালে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব সাংস্কৃতিক উৎসব

বরিশাল : বরিশালে শুরু হয়েছে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। বুধবার রাতে বরিশাল শহরের অশ্বিনী কুমার হলে প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিজন শাহান আরা বেগম।

বরিশালের ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট সমন্বয় পরিষদের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এসএম ইকবালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন সৈয়দ দুলাল, সমন্বয় পরিষদের পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর।

খেলাঘরের নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উদীচী শিল্পগোষ্ঠী সংগীত পরিবেশ করে। পরে ব্রজমোহন থিয়েটারের পরিবেশনায় নাটক ‘রক্তদোষ’ এবং শেষে মামুন সরকার ও তার দলের পরিবেশনায় জারিগান পরিবেশিত হয়।  

চার দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।  

বাংলা‌দেশ সময় : ০৪৪৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৫, ২০১৮
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।