ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আটোয়ারীতে ১০ পরিবার পেল ঢেউটিন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
আটোয়ারীতে ১০ পরিবার পেল ঢেউটিন আটোয়ারীতে ১০ পরিবার পেল ঢেউটিন

 পঞ্চগড়:  পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ফায়াজ গ্রুপের সহযোগিতায় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরীপাড়া গ্রামে এই ঢেউটিন ক্ষতিগ্রস্তদের হাতে টিনগুলো তুলে দেওয়া হয়।

 উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এ্যাড মোঃ আনিছুর রহমান, ফায়াজ গ্রুপের প্রতিনিধি মোঃ মানিক হোসেন প্রতি পরিবারের মধ্যে ৩ বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন।  

এরআগে, গত বুধবার (১০জানুয়ারি) গভীর রাতে উপজেলার রাধানগর রসেয়া জামুরীপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনায়  গ্রামের বিবেকানন্দ, দিপেন ও দয়াল  চন্দ্রসহ অন্যদের দশটি বাড়ি সম্পূর্ণ পুড়ে যায়।

এতে কম করে হলেও ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে।  

বাংলাদেশ সময় ০৬৩১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।