ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ

বরগুনা: ঘন কুয়াশার কারণে বরগুনার পুরাকাটা-আমতলী রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পুরাকাটা-আমতলী ফেরির মিস্ত্রি পুলিন বাবু বাংলানিউজকে জানান, ঘন কুয়াশায় নদীতে ফেরি চলাচলের মার্কিং বাতি অস্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

কুয়াশা কেটে গেলে সকাল পৌনে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।

ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে যাত্রী ও গাড়ির শ্রমিকরা। শীতে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে তাদের। ঘাট এলাকায় ছোট বড় মিলিয়ে অর্ধশতাধিক যানবাহন রয়েছে। এর মধ্যে পণ্যবাহী যানবাহনের সংখ্যা বেশি।  

সকাল ৯টার দিকে ফেরিঘাটে অপেক্ষারত ঢাকা থেকে বরগুনাগামী বাসের যাত্রী সুমন জানান, প্রায় তিন ঘণ্টা ধরে আমরা নদী পারের অপেক্ষায় বসে আছি।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।