ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে পুলিশি অভিযানে ১৮ মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
দিনাজপুরে পুলিশি অভিযানে ১৮ মাদক ব্যবসায়ী আটক প্রতীকী ছবি

দিনাজপুর: দিনাজপুর জেলায় পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ১৮ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ জানুয়ারি) দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় আটকদের কাছ থেকে ২১৫ গ্রাম গাঁজা, ৮৫ পিস ইয়াবা, ১৫ লিটার চোলাই মদ, ৯ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) দায়িত্বরত কনস্টেবল মো. ফেরদৌস আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটক ১৮ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ১৫টি মামলার প্রস্তুতি চলছে। তাদের দুপুরের মধ্যে দিনাজপুর আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।