ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

২৫ দিন পর খুলনার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
২৫ দিন পর খুলনার শিল্পাঞ্চলে কর্মচাঞ্চল্য কাজে ফিরেছেন খুলনা শিল্পাঞ্চলের শ্রমিকরা-ছবি-বাংলানিউজ

খুলনা: শ্রমিকদের কাজে যোগ দেওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে খুলনার শিল্পাঞ্চলে। খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ৬ পাটকলের শ্রমিকরা ২৫ দিন কর্মবিরতির পর কাজে যোগ দিয়েছেন। 

বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবিতে কর্মবিরতির পর বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে তারা উৎপাদন কাজে যোগ দেন।

কাজে যোগদানের আগে পাটকলের স্ব স্ব মিলগেটে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে খুলনা যুগ্ম শ্রম অধিদফতরের বুধবারের (২৪ জানুয়ারি) বৈঠকের বিষয়ে শ্রমিকদের জানান নেতারা।

সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশে পাটকল সিবিএ-নন সিবিএ পরিষদের আহ্বায়ক সরদার মোতাহার উদ্দিন, কার্যকরী আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহ্বায়ক কওছার আলী মৃধা, খলিলুর রহমান, জাকির হোসেন, হারুন অর রশিদসহ নেতারা।

তারা জানান, আগামী রোববার (২৮ জানুয়ারি) থেকে শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ শুরু হওয়ার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।  

বকেয়া মজুরি পাওনার দাবিতে ২০১৭ সালের ২৮ ডিসেম্বর থেকে খুলনার রাষ্ট্রায়ত্ত্ব ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, আলিম, দৌলতপুর, খালিশপুর ও যশোরের জেজেআই জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ১৮ জানুয়ারি থেকে আংশিক মজুরি পাওয়ায় দৌলতপুর ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা কাজে যোগ দেন।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।