ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আসামিসহ ২ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় আসামিসহ ২ পুলিশ আহত

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগার থেকে অটোরিকশায় করে সিরাজগঞ্জ যাওয়ার পথে বাসের ধাক্কায় এক আসামিসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী সড়কের সাকোয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, দুই পুলিশ সদস্য সুধান চন্দ্র (২০) ও গোলাম রাব্বী (২০) এবং আসামি সোহেল মিয়া (৩০)।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলানিউজকে জানান, সকালে গাইবান্ধা জেলা কারাগার থেকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি সোহেলকে নিয়ে অটোরিকশায় করে সিরাজগঞ্জ যাচ্ছিলেন চার পুলিশ সদস্য। এসময় পলাশবাড়ীর সাকোয়া ব্রিজ এলাকায় গেলে পিংকি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহেলসহ দুই পুলিশ সদস্য আহত হন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।