ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে ঘরের গ্রিল কেটে হাত-মুখ বেঁধে ডাকাতি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
রংপুরে ঘরের গ্রিল কেটে হাত-মুখ বেঁধে ডাকাতি ঘরের গ্রিল কেটে ডাকাতি। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরে রাতের আধারে জানালার গ্রিল কেটে দুইটি পরিবারের লোকজনকে হাত-মুখ বেঁধে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোড়ে নগরীর উত্তর মুন্সিপাড়া এলাকার সাবেক যুগ্ম-সচিব একেএম মর্তুজার ৩তলা বাড়ির দুই ভারাটিয়ার বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় অবস্থানরত সাবেক যুগ্ম-সচিব একেএম মর্তুজার ৩তলা ভবনের দ্বিতীয় তলায় পরিবারসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. শরিফুল ইসলাম এবং নিচ তলায় কুড়িগ্রাম জেলার রাজারহাটে কর্মরত পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাজমুল হক খন্দকার ভাড়া থাকেন।

বৃহস্পতিবার ভোরে সংঘবদ্ধ একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার হাত-মুখ বেঁধে লুটপাট করে।

পরিবার পরিকল্পনার কর্মকর্তা নাজমুল হক খন্দকার বাংলানিউজকে বলেন, ডাকাত দল প্রথমে দ্বিতীয় তলার রান্না ঘরের জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে সবার হাত-মুখ বেঁধে নগদ ৯০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। পরে নিচতলার ঘরের দরজা ভেঙে একই কায়দায় সবাইকে বেঁধে নগদ দুই লাখ টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কার ও একটি মোটরসাইকেল নিয়ে সটকে পরে।

পরে বাড়ির লোকজনের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছিন। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।